thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

আরএন স্পিনিংয়ের এজিএমে বাধা নেই

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৭:৫৫:১৫
আরএন স্পিনিংয়ের এজিএমে বাধা নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলসের বার্ষিক সাধারন সভা (এজিএম) আয়োজেন আর কোন বাধা নেই। কোম্পানির রাইট শেয়ার সংক্রান্ত মামলার রায়ে এ বাধা কেটে গেছে। একইসঙ্গে আগামী ৩১ মার্চের মধ্যে এজিএম করার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) হাইকো্র্টের তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।

বেঞ্চের তিন বিচারক হচ্ছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার।

এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দেওয়া শাস্তির বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেয় আরএন স্পিনিং।

উল্লেখ, ২০১১ সালে আরএন স্পিনিং ১ সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। যা ২০১২ সালের জানুয়ারি মাসে বিএসইসি অনুমোদন দেয়। এক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডাররা রাইট শেয়ারের টাকা জমা দিয়ে তাদের প্রাপ্য শেয়ার কিনে নিলেও জালিয়াতির আশ্রয় নেয় কোম্পানির উদ্যোক্তা/পরিচালকরা। তারা কোনো টাকা জমা না দিয়েই ব্যাংকের জাল কাগজপত্র জমা দিয়ে বিএসইসিকে জানায়, তারা ওই শেয়ার কিনেছে। যার ফলে বিএসইসি ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার বিক্রি, হস্তান্তর, বন্ধক ও উপহার দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর