thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

২০ শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ২০:১৩:৪৮
২০ শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা, অসদুপায় অবলম্বন ও সরকারি নির্দেশনা অমান্য করায় ২০ জন শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।

এ ২০ শিক্ষক-কর্মচারীর এমপিও কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না সেই কারণ দর্শানোর নোটিশ দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা অধিফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

এই শিক্ষক-কর্মচারীরা ঢাকা ও যশোর শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অধীনে দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গত ১২ ফেব্রুয়ারি এসএসসির গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ‘সবচেয়ে যারা আমাদের বিশ্বস্ত, যারা আমাদের আশা-ভরসার স্থল, সেই শিক্ষকদের হাতে প্রশ্ন পৌঁছে দেওয়ার পর যদি প্রশ্ন বাইরে চলে যায় তবে আমরা যাব কোথায়?’

শিক্ষামন্ত্রী আরো বলেছিলেন, ‘আমার সেটাও (শিক্ষকদের মাধ্যমে প্রশ্ন ফাঁস) খুঁজে বের করব। আর পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, এর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা- তাও খুঁজে দেখব। আমরা কঠোর অবস্থান নিয়েছি। কাউকে আমার রেহাই দেব না। যা হওয়ার হবে।’

তদন্তে পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেলে গণিত পরীক্ষা বাতিল করা হবে বলেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

এমপিও স্থগিত হওয়াশিক্ষক-কর্মচারীর তালিকা দেখতে ক্লিক করুন

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/জেডটি/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর