thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কঠিন পরীক্ষার সামনে বার্সা

২০১৭ ফেব্রুয়ারি ১৫ ১৪:৩৮:৪৯
কঠিন পরীক্ষার সামনে বার্সা

দ্য ‍রিপোর্ট ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে বড় ধাক্কাই খেয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। প্যারিস সেইন্ট জার্মেইন তাদেরকে ৪-০ গোলে হারিয়েছে। যার ফলে এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যেতে হলে কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে বার্সাকে।

মঙ্গলবার রাতে প্যারিসে অ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোলে বার্সাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো পিএসজি। কেননা কোন দলই চার গোলে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের বাধা পার হতে পারেনি।

বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে যেতে হলে ফিরতি পর্বের ম্যাচে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে জিততে হবে ৫-০ গোলে। নির্ধারিত সময়ে কমপক্ষে সমান ব্যবধানে (৪-০) এগিয়ে থাকতে পারলেই খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। আর পিএসজি একবার বল জালে জড়ালেই অ্যাওয়ে গোলের সুবিধা পেয়ে যাবে।

তাই বলা যায় কঠিন এক পরীক্ষাই দিতে হবে বার্সাকে। আক্রমণ ও রক্ষণ বিভাগ দুই ক্ষেত্রেই সমান তালে জ্বলে উঠতে হবে। আগামী ৮ মার্চ (বুধবার) ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে ফিরতি পর্বের ম্যাচ।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর