thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮, ১০ বৈশাখ ১৪২৫,  35 রজব ১৪৩৯

গেইনারের শীর্ষে মালেক স্পিনিং

২০১৭ ফেব্রুয়ারি ১৫ ১৬:৩৭:৩২
গেইনারের শীর্ষে মালেক স্পিনিং

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবারের (১৫ ফেব্রুয়ারি) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। এদিন এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮.৫৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার মালেক স্পিনিং মিলসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৯.৯ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২১.৬ টাকায়। এ দিন কোম্পানির শেয়ার ২০.২ টাকা থেকে ২১.৭ টাকায় লেনদেন হয়।

টপ টেন গেইনারের অপর ইস্যুগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪.৬৭ শতাংশ, গোল্ডেন হার্ভেষ্ট অ্যাগ্রোর ৩.৭৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৩.৫৭ শতাংশ, বারাকা পাওয়ারের ৩.০৬ শতাংশ, গোল্ডেন সনের ২.৮২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ২.৮১ শতাংশ, ইষ্টার্ন লুব্রিকেন্টের ২.৭৬ শতাংশ, ফরচুন সুজের ২.৬১ শতাংশ ও ফনিক্স ইন্স্যুরেন্সের ২.৬০ শতাংশ দাম বেড়েছে।

দাম বাড়ার এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে