thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

চট্টগ্রামে ইঁদুর মারার ওষুধ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

২০১৭ ফেব্রুয়ারি ১৫ ১৮:২২:৫১
চট্টগ্রামে ইঁদুর মারার ওষুধ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের পটিয়া উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে ইঁদুর মারার ওষুধ খেয়ে ইয়াসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর ছনহরা গ্রামে আকবর সিকদারের নতুন বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ ইয়াসমিন দুই ছেলে এক মেয়ের জননী। তার স্বামীর নাম আবুল কাসেম।

স্থানীয় ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ দৌলতি বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে স্বামীর সাথে গৃহবধূ ইয়াসমিনের পারিবারিক বিষয় নিয়ে কলহ হয়েছে শুনেছি। এর জের ধরে সকালে তিনি ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. হেনা জানান, সকালে ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টাকারী এক গৃহবধূকে হাসপাতালে আনার পর গুরুত্বর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক রসিক এ ঘটনা নিশ্চিত করতে পারেন নি।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর