thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

নীলফামারীতে বৃহস্পতিবার শুরু হচ্ছে মিনি বিশ্ব ইজতেমা

২০১৭ ফেব্রুয়ারি ১৫ ১৯:০৬:০০
নীলফামারীতে বৃহস্পতিবার শুরু হচ্ছে মিনি বিশ্ব ইজতেমা

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি বিশ্ব ইজতেমা। সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইজতেমার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জেলার মিনি বিশ্ব ইজতেমার আয়োজন দেখতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ইজতেমার মাঠ পরিদর্শন করেন।

নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল মাঠে তিন দিনব্যাপি মিনি বিশ্ব ইজতেমা বৃহস্পতিবার ফজরের নামায শেষে বয়ানের মধ্য দিয়ে শুরু হবে। এতে ১লাখ মুসুল্লী অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন জেলা তাবলীগ জামাত কমিটি। এছাড়া অন্য জেলার ৯০টি দাওয়াতি তাবলীগ জামাত ও তিনটি বিদেশী তাবলীগ জামাত অংশ নিবে।

তাবলীগ জামাতের সদস্য রিপন জানান, প্রথমবারের মত নীলফামারীতে ইজতেমা হওয়ায় প্রচুর লোকের সমাগম ঘটবে। আগামী শনিবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।

ইজতেমা সুষ্ঠভাবে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর