thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

শুল্কমুক্ত গাড়ি অবৈধ হস্তান্তর

৬ মাসের সময় চেয়েছে বিশ্ব ব্যাংক

২০১৭ ফেব্রুয়ারি ১৫ ২০:২৯:৪৮
৬ মাসের সময় চেয়েছে বিশ্ব ব্যাংক

জোসনা জামান, দ্য রিপোর্ট : শুল্কমুক্ত গাড়ির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ৬ মাস সময় চেয়েছে বিশ্বব্যাংক। ঢাকায় নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানের পক্ষে যোগাযোগ ককর্মকর্তা মেহেরিন এ মাহবুবের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বুধবার বিকেলে দ্য রিপোর্টকে পাঠানো এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ইতোপূর্বে যেসব কর্মকর্তা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন তাদের ৩৫ জনের পাসবুক জমা দেওয়া আছে। শুল্ক ও গোয়েন্দা বিভাগ থেকে আজ যেসব নাম দেওয়া হয়েছে তার মধ্যে ৯ জনের নাম জমা দেওয়া পাসবুকের সঙ্গে মিলে গেছে। অন্যগুলোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এজন্য এনবিআরের কাছে ছয় মাসের সময় চাওয়া হয়েছে। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে।

(দ্য রিপোর্ট/জেজে/এপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর