thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

অশ্বিনকে নিয়ে হোমওয়ার্ক করেছেন ওয়ার্নার

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৩:০১:০৫
অশ্বিনকে নিয়ে হোমওয়ার্ক করেছেন ওয়ার্নার

দ্য রিপোর্ট ডেস্ক : চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে ভারত পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। এই সফরে অন্যতম দুই ক্রিকেটার হচ্ছেন ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন এবং অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। এ দুজনই নির্ধারণ করে দিতে পারেন সিরিজের ফলাফল। তবে ওয়ার্নার কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে অশ্বিনের জন্য তিনি প্রস্তুত।

বুধবার থেকে ব্রেবোর্ন স্টেডিয়ামে জোরকদমে অনুশীলন শুরু করেছে অস্ট্রেলিয়া। গত এক বছরে টেস্টে ভাল ফর্মে থাকা (১০ টেস্টে ৭৮৯ রান, গড় ৪১.৫২, সেঞ্চুরি ২টি) অজি ওপেনার ওয়ার্নার বলেছেন, ‘অশ্বিনকে আমি যথেষ্ট সম্মান করি। ও ব্যাটসম্যানের মতো ভেবে বলটা করে। ওর বিরুদ্ধে আমাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবে আমার গেমপ্ল্যান তৈরি আছে। অশ্বিন যেমন আমার জন্য তৈরি থাকবে, আমিও ওর জন্য তৈরি থাকব। একটা দারুণ লড়াই হতে যাচ্ছে।’

অশ্বিন-ঝড় থামানোর সম্ভাব্য উপায় হিসেবে ওয়ানার বেছে নিয়েছেন পাল্টা আক্রমণের নীতিকে। তিনি বলেছেন, ‘ওর শক্তি বুঝেই আমাকে ব্যাটিং করতে হবে। টেস্ট শুরু হলে সেই সময়ের পরিস্থিতির সঙ্গে আমাদের দু’জনকেই মানিয়ে নিতে হবে। আমার বিশ্বাস, অশ্বিনের বিরুদ্ধে ভাল খেলব।’

এছাড়া গত এক বছরে স্বপ্নের ফর্মে থাকা বিরাট কোহলির প্রসঙ্গেও ওয়ার্নারের গলায় শোনা গেছে প্রশংসা। ওয়ার্নার বলেন, ‘সেরা ফর্মে রয়েছে কোহলি। তিন ফরম্যাটের ক্রিকেটেই ও ব্যতিক্রমী এবং নিজের কাঁধে গোটা দলের দায়িত্ব তুলে নিতে পছন্দ করে। মাঠে ও শুধু খোলামেলা প্রকৃতির ক্রিকেটারই নয়, পাশাপাশি প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা রাখে। বিরাট সব দিক থেকেই অপ্রতিরোধ্য।’

আসন্ন সিরিজে কি কোহলির বিরুদ্ধে স্লেজিং চলবে? এ প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ‘হতেই পারে। আর বড় মাপের ক্রিকেটাররা জানে কীভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হয়।’

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর