thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

খালেদাকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই : কাদের

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৪:৩৬:০০
খালেদাকে জেলে পাঠানোর ইচ্ছা সরকারের নেই : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানোর কোনো ইচ্ছা সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কাউকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হবে বা মাফ করা হবে কি না সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় হোটেল র‌্যাডিসনের পাশে এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত সৌন্দর্য বর্ধন ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ নামক একটি প্রতিষ্ঠান এ প্রকল্পে কাজ করছে।

নির্বাচন এবং সংবিধান কারো জন্য বসে থাকে না উল্লেখ করে কাদের বলেন, ‘তামিলনাড়ুর শশিকলা ক্ষমতা গ্রহণের প্রাককাল তাকে দুর্নীতির দায়ে জেলে যেতে হয়েছে। তাই বলে কী তামিলনাড়ুতে সরকার গঠিত হবে না? শশিকলার জন্য যে নির্বাণ বসে থাকবে না। তেমনি খালেদা জিয়ার জন্য নির্বাচন এবং সংবিধান বসে থাকবে না।’

প্রসঙ্গত, বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক আলোচনাসভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে যদি জেলে পাঠানো হয়, তাহলে এ দেশে কোনো নির্বাচন হবে না। জনগণ এ নির্বাচন মেনে নেবে না এবং দেশপ্রেমিক কোনো দল এ নির্বাচনে অংশ নেবে না।’

(দ্য রিপোর্ট/এমএইচ/এস/এম/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর