thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ মে ২০১৮, ৮ জ্যৈষ্ঠ ১৪২৫,  ৫ রমজান ১৪৩৯

লুজারের শীর্ষে আরএন স্পিনিং

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৫:১৬:৪৮
লুজারের শীর্ষে আরএন স্পিনিং

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবারের (১৬ ফেব্রুয়ারি) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন লুজারের শীর্ষে উঠে এসেছে আরএন স্পিনিং মিলস। এ দিন কোম্পানির শেয়ারের দর কমেছে ৫.২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার আরএন স্পিনিং মিলসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩২.৩ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩০.৬ টাকায়। এদিন কোম্পানির শেয়ার ৩০.৩ টাকা থেকে ৩৩ টাকায় লেনদেন হয়।

টপ টেন লুজারে উঠে আসা অপর ইস্যুগুলোর মধ্যে- মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৮৫ শতাংশ, কে অ্যান্ড কিউ এর ৩.৫৯ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ৩.৪৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩.০৩ শতাংশ, বিজিআইসির ২.৮০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্টের ২.৭৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২.৭৪ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ২.৫২ শতাংশ ও হা-ওয়েল টেক্সটাইলের ২.৪৬ শতাংশ দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে