thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বইমেলায় ‘হেসে হেসে ডুবেছিল চাঁদ’

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৫:৫৩:০২
বইমেলায় ‘হেসে হেসে ডুবেছিল চাঁদ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে মামুন মিজানুর রহমানের প্রথম গল্পগ্রন্থ ‘হেসে হেসে ডুবেছিল চাঁদ’। এটি প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। মেলায় চৈতন্য’র স্টলে বইটি পাওয়া যাবে। স্টল নাম্বার- ৬৩৪-৬৩৫। এছাড়া লিটলম্যাগ চত্বরে স্টল নং ৭০’-এ বইটি পাওয়া যাবে।

নাগরিক-আধা নাগরিক এবং গ্রামীণ জীবন তীক্ষভাবে উঠে এসেছে ‘হেসে হেসে ডুবেছিল চাঁদ’ গ্রন্থের গল্পগুলোতে। এ বইয়ে রয়েছে ৬ টি গল্প। এসব গল্পে প্রধানত ফুটে উঠেছে তারুণ্যের বিচিত্র বেদনা। কিছুটা বাঁকা চোখেই দেখা হয়েছে সমাজ ও জীবনব্যবস্থাকে। দৃশ্যমান জগতের তুলনায় এসব গল্পে ব্যক্তির অন্তর্জগত গুরুত্ব লাভ করেছে। জীবনকে হাজির করা হয়েছে অভিনব ব্যাখ্যায়।

এটি লেখকের প্রথম বই। গল্পের বুনন, বয়ান, সংলাপ ও ভাষায় রয়েছে নতুনত্ব ও নিরীক্ষার চেষ্টা।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর