thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮, ১০ বৈশাখ ১৪২৫,  35 রজব ১৪৩৯

ইবিতে অফিসে ছাত্রলীগের ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৭:৫৫:৩৯
ইবিতে অফিসে ছাত্রলীগের ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ কোটায় ভর্তি উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. শেলীনা নাসরীনের কক্ষে ছাত্রলীগের ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে, বুধবার রাতে ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরফিনকে আহবায়ক করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারি।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ফোকলোর স্টাডিস বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা প্রফেসর ড. শেলীনা নাসরীনের বিভাগীয় কক্ষে ভাংচুরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবররে