thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

চলতি বছরে ৮ লাখ কর্মী বিদেশে যাবে : প্রবাসীকল্যাণমন্ত্রী

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৯:৫২:২১
চলতি বছরে ৮ লাখ কর্মী বিদেশে যাবে : প্রবাসীকল্যাণমন্ত্রী

দ্য রিপ‌োর্ট প্রত‌িব‌েদক : চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী প্রেরণের পরিকল্পনা রয়েছে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিকমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। বৃহস্পতিবার জাতীয় সংসদে এম এ মালেকের (ঢাকা-২০) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের জানুয়ারি হতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে মোট ৯৭৭৩২৩ জন দক্ষ এবং ৭৩১১১০ জন অদক্ষ কর্মী প্রেরণ করা হয়েছে। বিদেশে কর্মী প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৮ লাখ কর্মী প্রেরণের পরিকল্পনা রয়েছে।’

অন্যদিকে গোলাম দস্তগীর গাজীর (নারায়ণগঞ্জ-১) আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৯৭৬ হতে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুর্যোন হতে ছাড়পড় নিয়ে ২৮৪১৯৬৩ জন কর্মী সৌদি আরবে গমন করেছে। সৌদি আরব হতে ২০১৫-১৫ সালে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ২৫৮২.২৬ এবং ২০১৬-১৭ (ডিসেম্বর/২০১৬ পর্যন্ত) সালে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ১১৪৫.০২ মিলিয়ন মার্কিন ডলার।’

(দ্য রিপোর্ট/কেএ/এপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর