thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

কুষ্টিয়ায় এসএসসি’র প্রশ্ন ফাঁসের দায়ে ১ জনের কারাদণ্ড

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ২০:২৬:১৫
কুষ্টিয়ায় এসএসসি’র প্রশ্ন ফাঁসের দায়ে ১ জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে আনোয়ার হোসেন নিশি (৩৬) নামের ১ জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান এসএসসি পরীক্ষার্থীদের নকল সহায়তার উদ্দেশ্যে প্রশ্নপত্র সমাধান করার অপরাধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৯ (গ) ধারায় আনোয়ার হোসেন নিশিকে দুই বছরে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার এসএসসি পদার্থ বিজ্ঞান পরিক্ষা ছিল। আনোয়ার হোসেন নিশি পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে মিরপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র হতে পদার্থ বিজ্ঞান প্রশ্নপত্রের ছবি তুলে নিয়ে এসে এক শিক্ষককে দিয়ে সমাধান তৈরী করেন। পরবর্তীতে উত্তর পত্রটি স্থানীয় বাজারের একটি দোকান হতে বেশ কয়েকটি ফটোকপি করতে থাকে। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার ওই স্থানে হাজির হয়ে আনোয়ার হোসেন নিশিকে হাতেনাতে ধরে ফেলে নিজস্ব কার্যালয়ে নিয়ে গিয়ে ভ্র্যাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করেন। আনোয়ার হোসেন নিশি মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড নওপাড়া মহল্লার মৃত ইসাহক আলীর ছেলে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর