thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮, ১০ বৈশাখ ১৪২৫,  35 রজব ১৪৩৯

রেখার চিঠিতে কাঁদলেন আমির

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ২২:৩৭:৪৪
রেখার চিঠিতে কাঁদলেন আমির

দ্য রিপোর্ট ডেস্ক : দাঙ্গাল–এর প্রশংসায় আমিরকে চিঠি লিখলেন রেখা। আর সেই চিঠি চোখে জল এনে দিল মিস্টার পারফেকশনিস্টের। দাঙ্গাল নিয়ে প্রশংসা নতুন নয় আমিরের কাছে। কিন্তু রেখার একটি চিঠি তাকে আপ্লুত করেছে।

সম্প্রতি একটি পার্টিতে রেখার সঙ্গে দেখা হয়েছিল আমিরের। সেখানেই একটি ছোট্ট চিঠি আমিরের হাতে দেন রেখা। সেটি পড়েই আমির কেঁদে ফেলেন বলে জানিয়েছেন পার্টিতে উপস্থিত অতিথিরা।

চিঠিটিতে আমিরের প্রশংসায় এমন কিছু কথা লেখা হয়েছে তাতে আমির মুগ্ধ বলে জানিয়েছেন। চিঠিটি আজীবন তিনি নিজের কাছে রেখে দেবেন বলেও মন্তব্য করেছেন আমির।

আমিরকে শুধু চিঠিটি দেবেন বলেই নাকি পার্টিতে এসেছিলেন রেখা। এই খবর জানার পরেই নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন তিনি।


(দ্য রিপোর্ট/এফএস/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে