thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ মার্চ 24, ৪ চৈত্র ১৪৩০,  ৮ রমজান 1445

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন স্যামুয়েলস

২০১৭ ফেব্রুয়ারি ১৭ ১২:১৩:২৯
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন স্যামুয়েলস

দ্য রিপোর্ট ডেস্ক : বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার মারলন স্যামুয়েলস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বোলিং করার সময় স্যামুয়েলসের কনুই ১৫ ডিগ্রী অনুমোদিত সীমার মধ্যেই থাকে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর কোনো সমস্যা নেই এ অফ স্পিনারের।

২০১৫ সালের ২৫ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে স্যামুয়েলসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেন আম্পায়াররা। সে বছরের ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাসের জন্য স্যামুয়েলসের বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয়।

গত ২৯ জানুয়ারি লাফবোরোতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদিত গবেষণাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন মারলন স্যামুয়েলস। আর এই পরীক্ষায় ভালোভাবেই উতরে গিয়েছেন ক্যারিবিয়ান এই তারকা।

ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৭১টি টেস্ট, ১৮৭টি ওয়ানডে ৫১টি টি২০ খেলে স্যামুয়েলস উইকেট জমা করেছে মোট ১৪৫টি।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর