thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শিশুদের পদচারণায় মুখর বইমেলা

২০১৭ ফেব্রুয়ারি ১৭ ১৪:৪৬:৪৮
শিশুদের পদচারণায় মুখর বইমেলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা।

শুক্রবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর।

বাবা-মায়ের হাত ধরে শিশুরা মেলায় এসেছে। বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে সংগ্রহ করছে তাদের প্রিয় বই। মেলায় রয়েছে শিশু চত্বর। সেখানে গিয়ে কেউ কেউ খেলায় মেতেছে।

উত্তরা থেকে মায়ের সঙ্গে মেলায় এসেছে আনিতা। সিসিমপুর স্টলের সামনে কথা হয় ক্লাস নাইনের শিক্ষার্থী আনিতার সঙ্গে। আনিতা জানায়, মেলায় ঘুরে বেড়াতেই তার বেশি ভালো লাগে। বিভিন্ন স্টলে গিয়ে বই দেখেছে। কিছু বইও কিনেছে। তার পছন্দের লেখকের মধ্যে রয়েছে জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ, আনিসুল হক।

বাবার সঙ্গে বইমেলায় এসেছে শিশু নাট্যশিল্পী মেঘদূত। বাবা আসাদুল ইসলাম সুবচন নাট্য সংসদের সক্রিয় সদস্য। মেঘদূত ও তার মা সোনিয়া হাসানও একই নাট্যদলের শিল্পী। গতকাল সন্ধ্যায় নাট্যশালায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘নদ্দিউ নতিম’। নাটকটিতে আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও মেঘদূত অভিনয় করেন।

আজ শিশু প্রহরে মেলায় বাবার সঙ্গে পাওয়া গেলো মেঘদূতকে। শিশু নাট্যশিল্পী মেঘদূত জানায়, বইমেলায় আসতে তার ভালো লাগে। কিন্তু গতকাল নাটকের শো থাকায় তার আগে কয়েক দিন মহড়া করতে হয়েছে। এছাড়া বাবার অফিসের ব্যস্ততা সব মিলিয়ে আজ ছুটি থাকায় চলে এসেছে।’

মেঘদূতের বাবা আসাদুল ইসলাম বলেন, ‘এবার নানা ব্যস্ততায় মেলায় আসা হয় নি। তাই মেয়ের আগ্রহটা অনেক বেশি ছিল। মেলায় এসেই সে তার প্রিয় কিছু বই সংগ্রহ করেছে। মেলার পরিবেশও বেশ ভালো। উদ্যানে বিস্তৃত পরিসরে ধাক্কাধাক্কি নাই। বেশ ভালো লাগছে বইমেলায়।’

এবারের মেলায় ঐতিহ্য থেকে প্রকাশ হয়েছে আসাদুল ইসলামের লেখা কবিতার বই `ঘুম ঘোড়ার জেগে থাকা দৌড়’। এই লেখক বলেন, ‘বইটি প্রকাশ হয়েছে। কিন্তু বইয়ের সঙ্গে আমার আজকেই সাক্ষাৎ ঘটলো। আজই বইটি হাতে পেলাম। সব মিলিয়ে আজকের দিনটা আমার ভালা কাটছে।’

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর