thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন : নাসিম

২০১৭ ফেব্রুয়ারি ১৭ ১৪:৪৯:১৫
বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন : নাসিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তাদাতাদের সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

নির্বাচনের সময় বর্তমান সরকারের বহাল থাকা নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়টি বিবেচনার কথা বলছেন। বিএনপি একে দুরভিসন্ধিমূলক বলে দাবি করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এটা সব দেশেই হয়। এই অজুহাতে কোনোভাবেই নির্বাচন ব্যাহত করবেন না দয়া করে।’

জাতীয় নেতা মুহাম্মদ মনসুর আলীর পুত্র নাসিম বলেন, ‘এ দেশের মানুষ অত্যন্ত সচেতন মানুষ। এ দেশের মানুষ চিরদিন সুস্থ রাজনৈতিক ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছে। সেজন্য বিএনপিসহ সবাইকে অনুরোধ করতে চাই, আগামী নির্বাচন যখন নির্ধারিত সময়ে হবে, বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী আছেন তার অধীনেই নির্বাচন হবে।’ ‍

‘তিনি যদি মনে করেন অন্তর্র্তীকালীন সরকার করবেন, যেটা সংবিধানে আছে। তিনি করবেন। সেই নির্বাচনে আপনারা (বিএনপি) আসবেন আমি বিশ্বাস করি। জনগণের রায় নেন। জনগণ যে রায় দেয় আমরা মেনে নেব ইনশাআল্লাহ’ বলেন মন্ত্রী।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র নাসিম আরও বলেন, ‘ই-ভোটিং সিস্টেম পৃথিবীর অনেক দেশেই আছে। অত্যন্ত নিঁখুত ও নিরাপদ একটি সিস্টেম। এখন তো মানুষ সচেতন, কাউকে ফাঁকি দিয়ে কেউ টিকতে পারবে না। এ সিস্টেমের ব্যাপারে আলোচনা হচ্ছে। দেখা যাক আমাদের বর্তমান নির্বাচন কমিশন কি বলে।’

পলিটিকসের মধ্যেও দূষিত রক্ত ঢুকে গেছে- মন্তব্য করে নাসিম বলেন, ‘আমাদের দেশে সবচেয়ে বড় প্রয়োজন হল রাজনৈতিক স্থিতিশীলতা। দেশে সুস্থ রাজনৈতিক পরিস্থিতি আছে বলেই পরিবেশ সুন্দর, অনেক কাজ আমরা করতে পারছি।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর