thereport24.com
ঢাকা, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭, ১৬ বৈশাখ ১৪২৪,  ১ আগস্ট ১৪৩৮

তিন বন্ধুর গল্প ‘ইডিয়ট’

২০১৭ ফেব্রুয়ারি ১৭ ১৪:৫০:১৭
তিন বন্ধুর গল্প ‘ইডিয়ট’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন হোজাইফা আলী সোহেল। এবার টেলিছবি নির্মাণ করতে যাচ্ছেন তরুণ এই নির্মাতা। টেলিছবিটির নাম ‘ইডিয়েট’। আদর সোহাগের রচনায় কমেডি ও রোমান্টিক গল্পের মধ্য দিয়ে কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই টেলিছবিতে।

এতে অভিনয় করছেন- শতাব্দী ওয়াদুদ, ঈশানা, এ্যালেন শুভ্র, প্রিয়া আমান, এমিলা হক, তন্দ্রা শ্রাবণ, মেহমুদ সিদ্দিকী লেলিনসহ অনেকে। তিন ব্যাচেলর বন্ধুর পথ চলা ও ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই টেলিছবিটির গল্প।

নির্মাতা সোহেল বলেন, ভিন্নধর্মী এই গল্পের টেলিছবিটি দর্শকের মনে দাগ কাটবে। ভালো কিছু উপহার দেবার জন্য সবাই খুব পরিশ্রম করেছে।’

ঢাকার উত্তরায় আপন ঘর শুটিং হাউজ এবং বেশ কিছু লোকেশনে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি টেলিছবিটির শুটিং হয়েছে। শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে