thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ মে ২০১৮, ১১ জ্যৈষ্ঠ ১৪২৫,  ৮ রমজান ১৪৩৯

নাটোরে ৮ মাদকসেবীকে কারাদণ্ড

২০১৭ ফেব্রুয়ারি ১৭ ১৬:৫২:৪৫
নাটোরে ৮ মাদকসেবীকে কারাদণ্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের দক্ষিণ বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে ৮ মাদকসেবীকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ এই আদেশ দেন।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ বড়গাছা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনকরা অবস্থায় ৮ সেবনকারীকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে