thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শুরু

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১০:০৬:৪০
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো কম। কেন্দ্রগুলোতে বিজিবি, র‌্যাব ও পুলিশসহ ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১০ হাজার ১৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে মেয়র পদে ৩ প্রার্থী আওয়ামী লীগের মো. জাফর আলী খান, বিএনপির মো. ওমর আলী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আজিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ কাউন্সিলার পদে ২৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১২ সালের ৮ জানুয়ারি বাঘাইছড়ি পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে আজ বাঘাইছড়ি পৌরসভার এটি দ্বিতীয় নির্বাচন।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর