thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ফারুকীর ডুব নিষিদ্ধ!

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১০:২৭:৫৪
ফারুকীর ডুব নিষিদ্ধ!

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিষিদ্ধ হলো মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘ডুব’। গত বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে আটকে গেলো চলচ্চিত্রটি। ছবিটির নির্মাতা সূত্রে এ তথ্য জানা গেছে।

যৌথ চলচ্চিত্রের নীতিমালা মেনে ১২ ফেব্রুয়ারি প্রিভিউ কমিটির কাছে জমা দেয়া হয় ছবিটি। প্রিভিউ শেষে কমিটি ১৫ ফেব্রুয়ারি এক অনাপত্তিপত্রের মাধ্যমে ছাড় দেয় চলচ্চিত্রটিকে। কিন্তু তার একদিন পরই ১৬ তারিখ বিকেল ৫টায় তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে অনাপত্তিপত্রটি স্থগিত করে দেয়া হয়।

এর আগে চলচ্চিত্রটির কাহিনীর সঙ্গে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের একটি বিশেষ অধ্যায়ের মিল আছে বলে সেন্সরবোর্ডের কাছে অভিযোগ করেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন।

এ ঘটনার পরপরই তথ্য মন্ত্রণালয়ের আদেশে প্রিভিউ কমিটির অনাপত্তিপত্রটি স্থগিত করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা ভ্যারাইটি এ বিষয়ে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন

এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী তিশা ও রোকেয়া প্রাচী এবং ভারতীয় অভিনেতাইরফান খান।চলচ্চিত্রটি প্রাথমিকভাবে একযোগে বিশ্বের চারটি দেশে মুক্তির পরিকল্পনা করছিলেন ফারুকী।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর