thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ন্যাম হত্যাকাণ্ডে উ. কোরীয় নাগরিক গ্রেফতার

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১২:৫৫:০৮
ন্যাম হত্যাকাণ্ডে উ. কোরীয় নাগরিক গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামকে হত্যার ঘটনায় দেশটির এক নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। এ নিয়ে ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মোট চার জনকে গ্রেফতার করা হল।

মালয়েশীয় পুলিশের এক বিবৃতিতে শনিবার বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ৪৬ বছর বয়সী রি জং চল নামের উ. কোরিয়ার এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার কাছে বিদেশি শ্রমিকদের জন্য ইস্যুকৃত মালয়েশিয়ার নথি ছিল। এর মধ্য দিয়ে কিম জং-ন্যামকে হত্যার ঘটনায় এই প্রথম উ. কোরিয়ার কোন নাগরিক গ্রেফতার হল।

এর আগে মালয়েশিয়ার গোয়েন্দারা ভিয়েতনামের পাসপোর্টধারী নারী দোয়ান থি হং এবং মালয়েশীয় ছেলেবন্ধুসহ ২৫ বছর বয়সী অপর ইন্দোনেশীয় নারী সিতি আয়শাকে গ্রেফতার করে।

গত সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরে ন্যাম হত্যাকাণ্ডের শিকার হন। এরপর পিয়ংইয়ংয়ের জন্য কর্মরত নারী এজেন্টরা তাকে বিষ খাইয়ে হত্যা করেছে বলে সিউল দাবি করে। তবে পিয়ংইয়ংয়ের গণমাধ্যম এ হত্যাকান্ডের ব্যাপারে একেবারে নিশ্চুপ রয়েছে।

সূত্র : বাসস

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর