thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সম্পদ মূল্যের নিচে ১৯ ব্যাংক

১৬ ব্যাংকের শেয়ার দর একক পিই’র ঘরে

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১৩:০৩:১৮
১৬ ব্যাংকের শেয়ার দর একক পিই’র ঘরে

রেজোয়ান আহমেদ, দ্য রিপোর্ট : শেয়ারবাজারে অন্যান্য খাতের তুলনায় ব্যাংকিং খাতকে মৌলভিত্তি সম্পন্ন ভাবা হলেও সবচেয়ে কম মূল্য-আয় অনুপাতে (পিই রেশিও) রয়েছে এই খাতটি। এ ছাড়া ১৯টি ব্যাংকের শেয়ার দর শেয়ার প্রতি সম্পদের (এনএভিপিএস) থেকে নিচে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই) অবস্থান করছে ১৬.০৫ পয়েন্ট। এর মধ্যে সবচেয়ে কম পিই রয়েছে ব্যাংক খাতে। এ খাতের পিই ১১.২০ পয়েন্ট। অর্থাৎ অন্য সব খাতের তুলনায় ব্যাংকিং খাতে বিনিয়োগ করলে, তা সবচেয়ে কম সময়ে ফেরত পাওয়া যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান বলেন, বিনিয়োগের জন্য ব্যাংকিং সেক্টর অনেক ভালো। এই সেক্টরের শেয়ার দর এখনো কিছুটা তলানিতে রয়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। ব্যাংকগুলো যদি আগের ন্যায় ভালো লভ্যাংশ দেয় তাহলে বিনিয়োগকারীরা আবারও এই খাতে ফিরে আসবে।

১০ পিই-এর নিচে অবস্থান করছে ১৬টি ব্যাংকের শেয়ার দর। এর মধ্যে সবচেয়ে কম পিই রয়েছে ট্রাস্ট ব্যাংকের। প্রতিষ্ঠানটির পিই রয়েছে ৬.১ পয়েন্ট। আর সর্বোচ্চ ৬৩.৯১ পয়েন্ট পিইতে অবস্থান করছে প্রাইম ব্যাংক।

এদিকে আইসিবি ইসলামিক ব্যাংক ও রূপালী ব্যাংক লোকসানে রয়েছে। ফলে ব্যাংক দুটির পিই ঋণাত্মক রয়েছে। এ হিসাবে প্রতিষ্ঠান দুটিতে বিনিয়োগ করলে তা ফেরত পাওয়া যাবে না।

নিম্নে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত ১৮ ফেব্রুয়ারির ব্যাংকের এনএভিপিএস, পিই ও শেয়ার দর তুলে ধরা হলো-

ব্যাংকের দাম

এনএভিপিএস

পি/ই

শেয়ার দর

এবি ব্যাংক

৩৯.৩৫

৯.৪৬

২৩.২

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

১৮.৫০

৯.০৮

২০.৭

ব্যাংক এশিয়া

২২.২৮

১৮.২৭

১৯

ব্র্যাক ব্যাংক

২৮.৪৭

১৩.৯৪

৬৭.৩

সিটি ব্যাংক

২৮.০৭

৮.৯

৩৩

ঢাকা ব্যাংক

২১.৮৯

৯.৩

২০.৭

ডাচ-বাংলা ব্যাংক

৮৩.৭৭

১১.৭৭

১১৯.৯

ইস্টার্ন ব্যাংক

৩৩.৮৮

৮.১৯

৩৩.১

এক্সিম ব্যাংক

১৭.৭৯

১১.৩৩

১৪.২

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

১৪.২৮

৭.৩১

১৫.১

আইসিবি ইসলামিক ব্যাংক

(১৪.৭০)

ঋণাত্মক

৫.৫

আইএফআইসি ব্যাংক

২৪.৫৭

৮.৫৪

২৩.৯

ইসলামী ব্যাংক

২৯.৩৭

১১.৮৭

৪১.৩

যমুনা ব্যাংক

২৫.৬১

১১.০৭

১৮.৩

মার্কেন্টাইল ব্যাংক

২০.৯৯

৭.৪৬

১৭.৫

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

২৪.১৮

৮.৯৪

২৬

ন্যাশনাল ব্যাংক

১৯.৪৭

৮.৬৫

১৪.৩

এনসিসি ব্যাংক

১৭.৭৬

১১.৪৪

১৪.৮

ওয়ান ব্যাংক

১৮.৪৫

৭.৮৮

২০.৯

প্রিমিয়ার ব্যাংক

১৬.৫২

১৮.৬

১২.৪

প্রাইম ব্যাংক

২৫.৭৫

৬৩.৯১

১৯.৬

পূবালী ব্যাংক

২৭.৪৮

১৬.৬৪

২৬.৪

রূপালী ব্যাংক

৫৩.৪৭

ঋণাত্মক

৩৩.৪

শাহজালাল ইসলামী ব্যাংক

১৬.৭৪

৯.৮৮

১৬.২

সোশ্যাল ইসলামী ব্যাংক

১৮.৪২

১৫

২০.৮

সাউথইস্ট ব্যাংক

২৯.৬৭

৬.২৭

২০.৮

স্ট্যান্ডার্ড ব্যাংক

১৭.৫০

১৩.৭৮

১৩.৭

ট্রাস্ট ব্যাংক

২১

৬.১

২৫.৮

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

২৫.৫৬

৮.৭২

২২.৮

উত্তরা ব্যাংক

৩৩

৭.২৩

২৬.৫

বর্তমানে সবচেয়ে বেশি দরে ১১৯.৯ টাকায় অবস্থান করছে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার। আর সর্বনিম্ন ৫.৫ টাকায় অবস্থান করছে আইসিবি ইসলামী ব্যাংক। এটিই একমাত্র ব্যাংক যার এনএভিপিএস ঋণাত্মকে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/আরএ/এম/এনআই/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর