thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

পঞ্চগড়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুবক আটক

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১৫:১০:৩৯
পঞ্চগড়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে প্রতারণার অভিযোগে খোসবুল আলম ওরফে জুলহাস (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃত খোসবুল আলম ওরফে জুলহাস জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের অধিকারী পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আটক ওই যুবক চলতি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিভিন্ন জনের কাছে বিক্রি করে অবৈধভাবে অর্থ উপার্জন করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে পাওয়া একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটকের পর তার কাছে পাওয়া স্মার্টফোন ও তার দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ভুয়া প্রশ্নপত্রের মাধ্যমে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

(দ্য রিপোর্ট/এআরই/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর