thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী ২১ অক্টোবর

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১৯:১১:২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী ২১ অক্টোবর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তী উপলক্ষে রজতজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, শামসুজ্জামান খান, ড. মোহাম্মদ ফরাস উদ্দীন, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, প্রফেসর ড. শরীফ এনামুল কবির, অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান, বিভাগীয় কমিশনারবৃন্দ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

এ সময় অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের চাকুরী সংবিধির কতিপয় ধারায় সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়।

অধিবেশনে উপাচার্য তার বক্তব্যে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বছরে দুই বার সিনেট অধিবেশন হয়। দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি স্বতন্ত্র বৈশিষ্টমমণ্ডিত। এর বৃহৎ আয়তন বা পরিধির কারণে এটিকে সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে যত না সমস্যা, তার চেয়ে অধিকতর সমস্যা অবকাঠামোগত অনুন্নয়ন, সরকারি কলেজগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের ঘাটতি, বেসরকারি কলেজের গভর্নিং বডি গঠন নিয়ে অন্তঃকলহ, কখনও প্রতিষ্ঠান-বহির্ভূত হস্তক্ষেপ ইত্যাদি। এসব বাস্তব অবস্থা মোকাবিলা করেই আমাদের কাঙ্খিক্ষত লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর