thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিবে বিএনপি : আমীর খসরু

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ২০:৫৭:১৩
নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিবে বিএনপি : আমীর খসরু

খুলনা ব্যুরো : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার কি হবে, তা নিয়ে বিএনপি দ্রুতই সরকারকে প্রস্তাবনা দিবে। কারণ, দেশের বৃহত্তম দল হিসাবে জাতির সামনে তা তুলে ধরা নৈতিক দায়িত্ব বিএনপির। যাতে মুক্ত আলোচনা হতে পারে।’

খুলনার উমেষচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেছেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার উদ্যোগে ‘সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন এবং নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাজহারুল হান্নান। বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, সদস্য সচিব ডা এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশের) সভাপতি শওকাত মাহমুদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, এড. আবদুল্লাহ হোসেন বাচ্চু, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুস সাদাত, শেখ দিদরুল আলম, ডা. শেখ আথতারুজ্জামান বাবুল, ডা. রফিকুল হক প্রমুখ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আজ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে পুরাপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। নির্বাচনের ওপর জনগণের এবং দেশে-বিদেশে তথাকথিত এই গণতান্ত্রিক সরকারের ওপর কারোরই আস্থা নাই। তাই দেশের বৃহত্তম দল হিসাবে নির্বাচনকালীন সরকারের রুপরেখা নিয়ে প্রস্তাবনা দেওয়া বিএনপির নৈতিক দায়িত্ব এবং এই প্রস্তাবনা দেবার কাজ চলছে। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী বিএনপি সেই প্রস্তাবনা দিবে। সরকার না মানলেও বিএনপি গণতান্ত্রিক কর্মসূচি দিয়ে যাবে।’

তিনি আরো বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা রাশিয়ার জারের চেয়েও বেশি।’

নির্বাচন কমিশনার সম্পর্কে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সংবিধানে রয়েছে নির্বাচন কমিশনার হবেন নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি। কোনো বিতর্কিত ব্যক্তি নির্বাচন কমিশনার হতে পারবেন না। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে যাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন তিনি এই শর্তের কোনোটি পূরণ করতে পারেন না।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, ‘আওয়ামী লীগের, অগণতান্ত্রিক, অসহিষ্ণু, অমানবিক আচরণের বিপরীতে বিএনপি গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক পথে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের মানুষকে চলমান অবস্থা থেকে মুক্ত হতে হলে একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে।’

(দ্য রিপোর্ট/জেডটি/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর