thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বার্সাকে পিছনে ফেলে শীর্ষেই রইল রিয়াল

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ০১:১০:৩০
বার্সাকে পিছনে ফেলে শীর্ষেই রইল রিয়াল

দ্য রিপোর্ট ডেস্ক : লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে টানা অষ্টম লিগ ম্যাচে জয় নিয়ে বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে থাকল জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিন রিয়ালের শুরুটা খুব বেশি ভালো না হলেও প্রথমার্ধেই লিড নেয় তারা। ম্যাচের ৩৩ মিনিটে দলকে এগিয়ে দেন এক মাস পর একাদশে জায়গা পাওয়া আলভারো মোরাতা। ইসকোর মাপা ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করে ১-০ এগিয়ে যায় রিয়াল। এর পর ইনজুরি কাটিয়ে দীর্ঘ তিনমাস পর মাঠে ফিরে ম্যাচের ৮৩ মিনিটে গোল করেন গ্যারেথ বেল। এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই সুবাদে আসরে ২১ ম্যাচে রিয়ালের অর্জন এখন ৫২ পয়েন্ট। যেখানে ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট রয়েছে বার্সেলোনার।

এদিকে এই জয়ে নতুন ক্লাব রেকর্ড গড়েছে রিয়াল। টানা ৪২তম ম্যাচে গোল করল মাদ্রিদের জায়ান্টরা। আগের ক্লাব রেকর্ডটি ছিল টানা ৪১ ম্যাচের, যেটা তিনবার (১৯৫২, ১৯৮৯ ও ২০১২) অর্জন করেছিল রিয়াল। কোনও লা লিগা ক্লাবের সবচেয়ে বেশি টানা ৪২ ম্যাচ গোলের রেকর্ড বার্সেলোনার (১৯৪২ থেকে ১৯৪৪ সাল)।

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর