thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ফরিদপুরে পাসপোর্ট অফিসের দালাল আটক

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ১৩:৪৭:৪১
ফরিদপুরে পাসপোর্ট অফিসের দালাল আটক

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার গোল্ড সিটি মার্কেটে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের এক দালালকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যক্তির নামে তৈরি করা পাসপোর্ট, আবেদন ফরমসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে র‌্যাব।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকের নাম উজ্জ্বল কুমার দাস। তিনি শহরের গোরগোপাল এলাকার বাসিন্দা ও উজ্জ্বল ট্রেডার্সের মালিক।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মার্কেটের উজ্জ্বল ট্রেডার্সের মালিককে আটক করা হয়। এ সময় ২৬টি পাসপোর্ট, ৬৪ আবেদন ফরম, ৫টি পরিচয় পত্র, একটি সিল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইলসেট উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে উজ্জ্বল অবৈধ পন্থায় পাসপোর্টের দালালি করে আসছিল।

তিনি আরও জানান, আটক দালালকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিকের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৫২ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এআরই/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর