thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা

বগুড়ায় ম্যাগজিন, গ্রেনেড ও গুলি উদ্ধার

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ১৩:৫৯:২৫
বগুড়ায় ম্যাগজিন, গ্রেনেড ও গুলি উদ্ধার

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলায় মাটি খুঁড়তে গিয়ে গুলি, এসএমজি ও এলএমজির ম্যাগজিন এবং গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গোকুলের বড় ধাওয়াকোলা গ্রাম থেকে ২৪ রাউন্ড গুলি, এসএমজির ৩টি ও এলএমজির ১০টি ম্যাগজিন এবং ৬টি গ্রেনেড পুলিশ উদ্ধার করেছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবতী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার বড় ধাওকোলা গ্রামের মরহুম কলিম উদ্দিন খানের ছেলে আশিক খান নতুন বাড়ি তৈরি করছিলেন। বাড়ির পাশে সেফটিক ট্যাংক নির্মাণের জন্য সকালে শ্রমিকরা কাজ করার সময় প্রায় দেড় ফুট নিচে মাটির পাতিল দেখতে পায়। এ সময় তারা পাতিল ভেঙ্গে উল্লেখিত অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গুলি, ম্যাগজিন ও গ্রেনেডগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এআরই/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর