thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

‘ময়নামতি ইউনিয়নের নামে কুমিল্লাকে বিভাগ নয়’

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ১৫:৩৭:০৫
‘ময়নামতি ইউনিয়নের নামে কুমিল্লাকে বিভাগ নয়’

নোয়াখালী প্রতিনিধি : ‘ময়নামতি ইউনিয়নের নামে কুমিল্লাকে বিভাগ নয়’ এ শ্লোগানে ফেনী, লক্ষ্মীপুর চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সাথে নিয়ে নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নোয়াখালীর একাধিক সংগঠন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলা শহরের জজ কোর্ট সড়কে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঐক্যমঞ্চ আয়োজিত মানববন্ধনে জেলার একাধিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, নোয়াখালী জেলা জজ কোর্টের জিপি কাজী মানসুরুল হক খসরু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, এডভোকেট আখতারুজ্জামান আনছারী, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের নোয়াখালী জেলা প্রতিনিধি অহিদ উদ্দিন মুকুল, দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ সোহেল, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. হানিফ, সাংবাদিক জুয়েল রানা লিটন, শাহজাহান কচি, বোরহান উদ্দিন সবুজ, আরেফিন শাকিল, বিএনপি নেতা খলিলুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীকে বাদ দিয়ে কুমিল্লার একটি ইউনিয়ন ময়নামতি নামে বিভাগ ঘোষণা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না।

তাছাড়া নোয়াখালী জেলার সাথে বাকি পাঁচ জেলা অর্থাৎ ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা সমূহের সাথে সড়ক ও রেলপথে চমৎকার যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান রয়েছে বিধায় ব্রিটিশ আমল থেকে রয়েল জেলা নামে খ্যাত নোয়াখালীকে বিভাগ গঠন অত্যন্ত যুক্তিসংগত বলে দাবি করেন তারা।

নোয়াখালী বিভাগ গঠনের নানা যুক্তি তুলে ধরে মানববন্ধন কর্মসূচি শেষ করে নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন ঐক্যমঞ্চের নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/এস/এমকে/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর