thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ডিএসইতে লেনদেন বাড়লেও সূচক কমেছে

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ১৫:৪১:২৭
ডিএসইতে লেনদেন বাড়লেও সূচক কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবার (১৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন বাড়লেও মূল্য সূচক কমেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উভয়ই বেড়েছে। স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৫৮৩ পয়েন্টে। আগের দিন এ সূচক বেড়েছিল ১০ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ১ হাজার ২৩২ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ১ হাজার ৬২ কোটি ৭৬ লাখ টাকার। এ হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৭০ কোটি ১৪ লাখ টাকা বা ১৬.০১ শতাংশ।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে ১৩১টি বা ৩৯.৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৬২টি বা ৪৯.০৯ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি বা ১১.২১ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানির ৬৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৪৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস।

লেনদেনে এরপর রয়েছে- সিএমসি কামাল, এএফসি অ্যাগ্রো বায়োটেক, আইডিএলসি ফাইন্যান্স, সিঙ্গার বাংলাদেশ, এ্যাপোলো ইস্পাত, ফরচুন সুজ ও ডরিন পাওয়ার জেনারেশন।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৪৯৭ পয়েন্টে। বাজারটিতে ৬৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৬টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তীত রয়েছে ২৯টির।

আগের দিন সিএসইর সিএসসিএক্স মূল্য সূচক ৩৪ পয়েন্ট বেড়েছিল। আর লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৫০ লাখ টাকার।


(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর