thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

রাজধানীতে পৃথক অগ্নিকাণ্ডে দগ্ধ ৬

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ১৬:৪২:৪৭
রাজধানীতে পৃথক অগ্নিকাণ্ডে দগ্ধ ৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে ও বংশালেপৃথক ঘটনায়৬ জন দগ্ধ হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ও দুপুর দেড়টায় এসব ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ণইউনিট ভর্তি করে।

বংশালে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধকৃতরা হলেন- কারখানার মালিক মো. মোরছালিন (২৫), কর্মচারী আবদুল হাদিছ (২২), মো. সোহেল (২১) ও আবদুল আজিজ (১৫)।

দগ্ধকৃতরা জানায়, দুপুরে কারখানায় কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি। তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলে।

অপরদিকে কদমতলীর শ্যামপুর ম্যাচ ফ্যাক্টরি এলাকায় একটি পুরাতন ২য় তলা ভবনে মাচা বেঁধে মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল (২০) ও আসরাফ আলী (৫০) নামে দুই নির্মাণ শ্রমিক দগ্ধ হয়েছেন।

ঢামেক বার্ণইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যামপুরের ঘটনায় শাকিলের ৬০ শতাংশ ও আসরাফের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশংকাজনক। তবে বংশালের দগ্ধদের অবস্থা গুরুতর নয় বলে তিনি জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর