thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

বইমেলায় নির্বাচিত বব ডিলান

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ১৭:১২:৪৯
বইমেলায় নির্বাচিত বব ডিলান

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে নির্বাচিত বব ডিলান। বইটির ভাবানুবাদ ও সম্পাদনা করেছেন সাংবাদিক বিপুল হাসান। ১৮০ পৃষ্ঠার এ বইটি সাজানো হয়েছে তিনটি পর্বে। যেখানে রয়েছে- গীতিকবিতা, আত্মজীবনী এবং সাক্ষাৎকার। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।বইমেলায় দেশ পাবলিকেশন্সের স্টলে (স্টল নাম্বার- ৫০২-৫০৩) বইটি পাওয়া যাচ্ছে।

১৯৯৩ সালে ঔপন্যাসিক টনি মরিসনের পর বব ডিলানই প্রথম আমেরিকান, যিনি সাহিত্যে নোবেল পান। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে এবং শরণার্থীদের আর্থিক সহায়তায় নিউইয়র্কে পন্ডিত রবিশংকরের উদ্যোগে অনুষ্ঠিত ’দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এ আরো অনেকের সাথে গান গেয়েছিলেন বব ডিলান।

বিপুল হাসান বলেন, ‘কাজটি করতে গিয়ে বব ডিলানের জীবন ও সৃজনকর্ম আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। আমরা জানি বব ডিলান একজন গায়ক ও গীতিকার। কিন্তিু গীতিকার হিসেবে তিনি নোবেল পাওয়ার পর, তার প্রতি সবার মতো আমারও কৌতুহল বেড়ে যায়। সেই কৌতুহল থেকে প্রথমত আমি তার একটি গান অনুবাদ করে ফেসবুকে পোষ্ট করি। এরপরই দেখি, ব্যাপক সাড়া। তারপর আরো কয়েকটি গান অনুবাদ করি।’

তিনি আরো বলেন, ‘একটা সময় ডিলানের গীতিকবিতার পাশাপাশি তার আত্মজীবনী এবং সাক্ষাতকারগুলোও অনুবাদে আগ্রহী হয়ে উঠি। পরে ভাবলাম, এই অনুবাদ দিয়েই তো একটি বই করা যায়।’

বইটিতে রয়েছে- বব ডিলানের ২২টি গানের ভাবানুবাদ (Transcreation), ডিলানের আত্মজীবনী ক্রনিকলসের চুম্বক অংশ।পাঁচ দশকের নির্বাচিত সাক্ষাৎকার। গানের ডিলান সাহিত্যে নোবেল কেন পেলেন। একাত্তরের বন্ধু । এক জীবনে বব ডিলান। ডিলানের জীবনে প্রেম ও নারী। বব ডিলানের যতো অ্যালবাম। চলচ্চিত্রের ডিলান। ডিলান বচন। ডিলানের নোবেল ভাষণ এবং প্রাসঙ্গিক আরো কিছু লেখা।

যেসব গীতিকবিতায় সাজানো হয়েছে বইটি

১. Time Pass Slowly: সময় যখন ধীর হয়ে যায়

২. Never Say Goodbye: কখনো বিদায় বলো না

৩. I’ll Be Your Baby Tonight: আজকে রাতে তোমার হবো

৪. Blue Moon: নীল চাঁদ

৫. I Am A Lonesome Hobo: একাকি এক ভবঘুরে

৬. True Love Tends To Forget: প্রকৃত প্রেম মানে ভুলে যাবার ভান

৭. All I Really Want To Do: সত্যিই যা চাই আমি

৮. Tonight I'll Be Staying Here With You: আজকে রাতে তোমার সাথে থাকছি এখানটাই

৯. BlowinÕin The Wind: জবাব উড়ছে হাওয়ায়

১০. The Times They Are A-Changin : ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে

১১. If Not For You: যদি তুমি না থাকতে

১২. She Belongs To Me: সে শুধু আমারই

১৩. KnockinÕ On Heaven’s Door: বেহেশতের দরোজার কড়া নাড়ছি

১৪. Shelter From The Storm: ঝড় থেকে আশ্রয়

১৫. Who Killed Davey Moore? : ডেভি মুরকে মারলো কে?

১৬. MaggieÕs Farm: ম্যাগির খামারে

১৭. Simple Twist of Fateg: অনিবার্য নিয়তির ফাঁদ

১৮. Honey, Just Allow Me One More Chance: প্রিয়তমা আরেকবার সুযোগ দাও

১৯. Girl From The North Country: উত্তরের ওই মেয়েটি

২০. A Hard RainÕs A-Gonna Fall: জানি নামবেই ঝুম বৃষ্টি

২১. Not Dark Yet: অন্ধকার নেই তবুও

২২ Death Is Not The End: সবকিছু শেষ নয় মৃত্যুতে

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর