thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বোচাগঞ্জে ৩টি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ১৯:০৩:২৬
বোচাগঞ্জে ৩টি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার ভরড়া গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে জহুরুল হক (৬৭), রতনদা গ্রামের ভোলা চন্দ্র দাসের ছেলে বাবুল চন্দ্র দাস (৪৭) ও বাবুল চন্দ্র দাসের ছেলে কান্ত চন্দ্র দাস (২৭) এবং গোপালপুর গ্রামের মৃত শুকুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম (৩৬)।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মূর্তিগুলো উদ্ধার করা হয়। পরে রবিবার র‌্যাবের ডিএডি একরামুল হক বাদি হয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সিপিসি-১ র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের এ এস পি খন্দকার গোলাম মর্তুজা জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার ভরড়া গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র জহুরুল ইসলামের ঘরের ভিতরে চটের বস্তা থেকে মূর্তি ৩টি উদ্ধার করে র‌্যাব।

উদ্ধারকৃত মূর্তি ৩টির মধ্যে রয়েছে ২টি কষ্টিপাথরের বিষ্ণু ও লক্ষ্মী মূর্তি (যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা) ও একটি লক্ষ্মী মূর্তি (যার মূল্য ৫ লাখ টাকা)।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর