thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

হিটলারের টেলিফোন নিলামে

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ১৯:৩৫:২৫
হিটলারের টেলিফোন নিলামে

দ্য রিপোর্ট ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের ব্যবহার করা একটি টেলিফোন এ সপ্তাহে আমেরিকায় নিলামে উঠছে। নাৎসী নেতা হিটলারের নাম খোদাই করা এই ফোনটি পাওয়া গিয়েছিল ১৯৪৫ সালে বার্লিনের একটি বাঙ্কারে।

জার্মান বাহিনী আত্মসমর্পণ করার অল্প কিছুদিন পর সোভিয়েত সৈন্যরা ফোনটি স্মারক হিসাবে তুলে দেয় ব্রিটিশ সেনা কর্মকর্তা সার রাল্ফ রেনারের হাতে।

আলেকজান্ডার হিসটরিকাল অকশন নামে নিলামঘর বলছে ফোনটি নিলাম হবে মেরিল্যান্ডে এবং এর দাম হাঁকা শুরু করা হবে দশ লক্ষ ডলার থেকে।

ফোনটি বিক্রি করছেন সার রাল্ফের ছেলে রানুল্ফ এবং নিলাম কর্মকর্তারা আশা করছেন ফোনটির দাম তিরিশ লাখ ডলার পর্যন্ত উঠবে।

বার্তা সংস্থা এপি নিলামঘরের কর্মকর্তা বিল পানাগোপুলসকে উদ্ধৃত করে বলেছে পানাগোপুলস মন্তব্য করেছেন এই ফোনটি ছিল "গণ-বিধ্বংসী একটি অস্ত্র", কারণ যুদ্ধের সময় এই ফোন ব্যবহার করেই হিটলার যুদ্ধ সংক্রান্ত নানা নির্দেশ দিয়েছিলেন। সূত্র : বিবিসি।

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর