thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না : আইভী

২০১৭ ফেব্রুয়ারি ১৯ ২০:৪৯:৫৬
আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না : আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না এবং আমি মিথ্যা বলি না। আমি যেটা পারি সেটা সরাসরিই বলে দেই, পারবো। না পারলেও সেটা সরাসরি বলে দেই, এটা পারবো না।’

তিনি আরো বলেছেন, “অনেকেই জানে আমি একটু রুক্ষ মেজাজে কথা বলি। অনেক ক্ষেত্রে আমি ডাইরেক্ট ‘না’ করে দেই যা সাধারণত রাজনীতিতে চলে না। একটু প্রীত হয়ে কথা বলা আমার মাঝে নাই। আর আমি এগুলো পারিও না। আমার কেন জানি মনে হয় নারায়ণগঞ্জের জনগণ এটাই মেনে নিয়েছে। আমার মনে হয় যে, তিন তিনটা নির্বাচন করেছি এবং তারা এটাতেই অভ্যস্ত। আমার মানুষ সেটাকেই পছন্দ করে, যেটা সত্য সেটা বলা। মানুষ সত্যকেই পছন্দ করে। আমরা এ সমাজের পরিবর্তন চাই, সত্য চাই। বাংলাদেশের মতো দেশকে আমরা উন্নত বিশ্বের কাছে পৌঁছাতে চাই। সেই চিন্তাগুলো মাথায় রেখে আমরা সকলে কাজ করি।”

নারায়ণগঞ্জ আর্ট কলেজের চারুকলা ইনস্টিটিউটে বসন্ত বরণ ও নবীন বরণ উপলক্ষে রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুরে ওই অনুষ্ঠানে আইভী মানুষের জন্য সরলতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ করার মতো মনোভাব রাখতে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

তিনি বলেছেন, ‘চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সম্পর্কে মানুষ ভাবে ওরা একটু ব্যতিক্রম হবে। সহজ সরল ও সাধারণ মানুষের কথা বুঝবে। তাই আমাদের মধ্যে সরলতাও থাকবে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদও থাকবে। সব কিছু মিলে শান্ত সুন্দর পরিবেশের মধ্যে আমরা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠার প্রত্যাশা রাখছি।’

আইভী আরো বলেছেন, ‘লেকের কাজ চলছে। আগামী ২ সপ্তাহের মধ্যে লেকের পাড়ে সৌন্দর্য্য বর্ধনে বিভিন্ন রকমের গাছ লাগানো হবে। শিমুল, পলাশ, কৃষ্ণচূড়াসহ ছোট-বড় অনেক রকমের গাছ, যা ওপর থেকে দেখলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মনে হবে। তবে আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত করতে চাইলেও সম্ভব হয় না। কারণ এ প্রকল্পের বিভিন্ন সময় বিভিন্ন কিছু পরিবর্তন করা হয়েছে। যার ফলে একটু দেরি হচ্ছে। ইতোমধ্যে লেকের মঞ্চের কাজ শেষ। গত ৯ জানুয়ারি আমি সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করি। তাই আগামী ২০১৮ সালের ৯ জানুয়ারি অনুষ্ঠানিকভাবে লেকটি উদ্বোধন করা হবে।’

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলে-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিটির সদস্য রফিউর রাব্বি, আব্দুস সালাম, জহিরুল ইসলাম, অধ্যক্ষ শামসুল আলম আজাদ, শিক্ষার্থী তৌফিকুর রহমান, মোসলিমা আনোয়ার তৃষ্ণা, মারুফা আহমেদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/ফেব্রুয়ারি ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর