thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

জার্মান পাহারায় নিরাপদে অবতরণ ভারতীয় বিমানের

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১২:২৯:৩৭
জার্মান পাহারায় নিরাপদে অবতরণ ভারতীয় বিমানের

দ্য রিপোর্ট ডেস্ক : অল্পের জন্য বেঁচে গেল প্রায় ৩৫০ বিমানযাত্রী। মাঝ-আকাশে হারিয়ে যাওয়ায় প্রবল আতঙ্ক ছড়াল জেট এয়ারওয়েজের একটি বিমানে। মুম্বাই থেকে রওনা দিয়ে ওই বিমান ৩৩০ জন যাত্রী ও ১৫ জন ক্রুকে নিয়ে যাত্রা করেছিল লন্ডনের দিকে। তবে, জার্মানির আকাশে তার সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যাবতীয় সংযোগ ছিন্ন হয়ে যায়। জরুরি পরিস্থিতিতে জার্মান বিমানবাহিনীর যুদ্ধ বিমান জেট এয়ারওয়েজের বিমানটিকে এসকর্ট করে নিয়ে গিয়ে নিরাপদে তার গন্তব্য লন্ডনে অবতরণ করাতে পেরেছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াটাইমসের খবরে বলা হয়, জেট এয়ারওয়েজের 9W 118 বিমানটি ১৬ ফেব্রুয়ারি মুম্বাই থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের দিকে রওয়ানা দিয়েছিল। তবে, জার্মানির আকাশে গিয়ে তার সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিপদ এড়াতে ও বিমানটির নিরাপত্তা সুনিশ্চিত করতে তাদের যুদ্ধবিমানকে কাজে লাগায় জার্মান বিমানবাহিনী। কয়েক মিনিটের মধ্যে ফের সংযোগ ফিরে আসে। লন্ডনে নিরাপদে অবতরণ করেছে বিমানটি।

বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে জেট এয়ারওয়েজ।

এক ক্রু ভুল করে রেডিয়ো ফ্রিকোয়েন্সি বদলে ফেলাতেই এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর