thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

৩০ মার্চ কুমিল্লা সিটি ও সুনামগঞ্জে উপনির্বাচন

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৪:৫৩:৩৯
৩০ মার্চ কুমিল্লা সিটি ও সুনামগঞ্জে উপনির্বাচন

দ্য রিপোর্ট প্রতিবেদক : আটকে থাকা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শূন‌্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ।

রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই ৫-৬ মার্চ এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ১৪ মার্চ ধার্য করা হয়েছে।

তিনি আরও জানান, সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই ৫ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ১৩ মার্চ ধার্য করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এআরই/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর