thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

মানবতাবিরোধী অপরাধ

ময়মনসিংহের ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৫:১৮:৪৭
ময়মনসিংহের ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া ও টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের চারটি অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে ৪৮তম তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় এসব তথ্য তুলে ধরেন সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান।

তিনি বলেন, ‘প্রায় তিন বছর তদন্ত করে আমরা ময়মনসিংহের ১১ অসামির বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত করেছি। আজই (সোমবার) এটি ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে।’

আসামিদের মধ্যে পাঁচজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। কারাগারে থাকা আসামিরা হলেন- মো. খলিলুর রহমান (৬২), মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. রইছ উদ্দিন আজাদী, মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ও মো. আব্দুল্লাহ। তবে পলাতক আসামিদের নাম প্রকাশ করেনি তদন্ত সংস্থা।

মামলাটি তদন্ত করেছেন সংস্থার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম। এ মামলার তদন্ত শুরু হয়েছিল ২০১৪ সালের ১৬ অক্টোবর। যা ১৬ ফেব্রুয়ারি শেষ হয়। এ মামলায় তদন্তকালে ৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হলেও ২৯ জনকে সাক্ষী করা হয়েছে। এছাড়া জব্দ তালিকার সাক্ষী আরও ২ জন।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ৪ জনকে হত্যা ও ৯ জনকে আটক করে নির্যাতের মোট চারটি অভিযোগ আনা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেআই/এমকে/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর