thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কোহলিকে রাগাবে না অস্ট্রেলিয়া

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৫:৪১:০৬
কোহলিকে রাগাবে না অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : সম্প্রতি ফর্মের তুঙ্গে রয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সামনেই রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ। আর এই সিরিজে ভারতীয় অধিনায়ককে স্লেজিং করে সুবিধা নেওয়ার কথা ভাবছিলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে এতে সমর্থন জানাচ্ছেন অনেক অস্ট্রেলীয় ক্রিকেটাররাই!

চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় অধিনায়ককে স্লেজিং না করার ইঙ্গিত দিয়েছেন অজি দলের সহ-অধিনায়ক ডেভিয ওর্য়ানার। এতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি করছেন অজি ক্রিকেটাররা। এমনিতেই আক্রমনাত্মক ব্যাটিং করেন কোহলি। তাকে রাগালে আরো আক্রমণাত্বক হতে পারেন তিনি। এমনটাই ধারণা ওর্য়ানারের।

এক সাক্ষাৎকারে ওর্য়ানার বলেন, ‘আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। কোহলি তাদের এমন একজন খেলোয়াড়, তাকে ঘিরে যদি আপনি সামান্য ব্যাপারে মেতে থাকেন, এটা তাকে ভালো করে তুলবে। সে এখন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার এবং আমাদের কাছেও। এখানে যতটা সম্ভব সেরা ক্রিকেটই খেলতে হবে।’

তিনি আরেও বলেন, ‘আমরা এখানে স্লেজিংয়ের মতো বিনোদন উপভোগ করতে আসিনি। ভালো ক্রিকেট খেলা এবং ক্রিকেটের ব্র্যান্ড মাথায় ‍রাখতে হবে। নিশ্চিত করতে হবে এটাই ‘স্পিরিট অব গেম।’

আগামী ‍বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রথম টেস্টে মুখোমুখি হবে এ দু’দল। পুনেতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

(দ্য রিপোর্ট/এনপিএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর