thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

যাত্রীর পায়ুপথে ১২ স্বর্ণের বার

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৬:৪৪:৫১
যাত্রীর পায়ুপথে ১২ স্বর্ণের বার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে রাসেল খান (৩২) নামে এক যাত্রীর পায়ুপথ থেকে দেড় কেজি ওজনের ১২ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা বিজি-০৪৮ ফ্লাইটটি চট্টগ্রামে এসে পৌঁছলে গ্রেফতারকৃত রাসেল ডোমেস্টিক যাত্রী হিসেবে বিমানে উঠে ঢাকায় আসেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যানুসারে তাকে শনাক্ত করে বিমানবন্দর কাস্টমস হলে আনা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। যাত্রীকে আর্চওয়ে দিয়ে হাটিয়ে স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হয় শুল্ক গোয়েন্দারা। এ ছাড়া মেটাল ডিটেক্টরেও পেটে স্বর্ণের সিগনাল পাওয়া যায়। এ সব বার দুটি করে মোট ছয়টি ছোটপোটলায় পায়ুপথে লুকানো ছিল। স্বর্ণগুলোর মোট ওজন এক কেজি ৩৯০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করে রাসেলকে গ্রেফতার দেখানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এস/এমএইচএ/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর