thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

‘চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকের ছোঁবল লেগেছে’

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৭:০৪:৪৬
‘চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকের ছোঁবল লেগেছে’

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মাদকের ছোঁবল লেগেছে। এতে জড়িয়ে পড়ছে উঠতি বয়সের শিক্ষার্থীরা। মাদকের বিরুদ্ধে আরো বেশী সোচ্চার হতে হবে, সৃষ্টি করতে হবে সামাজিক আন্দোলন।’

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্স সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন পরামর্শ দেন এবং মাদক ব্যবসা বন্ধে কি কি উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন।

সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, মাদকাসক্ত পরিবারগুলোকে চিকিৎসার ব্যবস্থা করা হবে। শিশুদেরকেও মাদকের পথ থেকে সরিয়ে আনতে হবে।

কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপটেন শহীদুল ইসলাম বলেন, মাদক পাচারের অভিনব সব পথ ব্যবহার করছে পাচারকারীরা। এসব পথগুলো চিরতরে বন্ধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান, চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিন, কোস্টগার্ড জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম, ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগের জেলা প্রশাসকবৃন্দ এবং আইন-শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাবৃন্দ।

(দ্য ‍রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর