thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কর্মচারীদের কল্যাণ সুবিধা দ্বিগুণ হচ্ছে

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৭:৪৩:০১
কর্মচারীদের কল্যাণ সুবিধা দ্বিগুণ হচ্ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি কর্মচারীদের কল্যাণ সুবিধা দ্বিগুণ বৃদ্ধি করে ‘বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৭’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।

খসড়া আইনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখানে আর্থিক ক্ষমতা বাড়ানো হয়েছে। কল্যাণ বোর্ড থেকে এখন চাকরিজীবীদের জটিল ও দুরারোগ্য ব্যধির চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয় এক লাখ টাকা। নতুন আইনে এটি ২ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।’

তিনি বলেন, ‘কল্যাণ তহবিলের মাসিক চাঁদা এ পর্যন্ত দেওয়া হত মূল বেতনের এক শতাংশ বা সর্বোচ্চ ৫০ টাকা। এখন সর্বোচ্চ ১৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। যৌথ বীমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম ছিল ৭০ টাকা সেটা ১০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।’

শফিউল আলম জানান, প্রস্তাবিত আইনে মাসিক কল্যাণ ভাতা এক হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা, দাফনের জন্য ৫ হাজার থেকে ১০ হাজার টাকা, যৌথ বীমার এককালীন অনুদান এক লাখ টাকা থেকে ২ লাখ টাকা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এর সঙ্গে প্রাসঙ্গিক যে যে অংশ পরিবর্তন আনা দরকার, আইনে সেখানে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।’

লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন অনুমোদন

মন্ত্রিসভা ‘বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন, ২০১৬’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৯৮৪ সালের সামরিক শাসনামলের অধ্যাদেশটি হুবহু বাংলায় অনুবাদ করা হয়েছে। মূলত ইংরেজি ও বাংলা আইনের মধ্যে কোন পার্থক্য নেই।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর