thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘ভাষা শহীদের রক্তের সঙ্গে শাসকগোষ্ঠি বেঈমানী করেছে’

২০১৭ ফেব্রুয়ারি ২০ ১৯:৪৯:৩৪
‘ভাষা শহীদের রক্তের সঙ্গে শাসকগোষ্ঠি বেঈমানী করেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভাষা আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বর্তমান শাসকগোষ্ঠি বেঈমানী করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠি ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে। তারা ভাষা আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানী করেছে। একইসঙ্গে মুক্তিযুদ্ধের যে চেতনার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে এবং মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানী করেছে।’

সোমবার (২০ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাই ছিল গণতন্ত্র। অথচ এই জায়গাগুলোতেই আদর্শের সংঘাত। কারণ এখনকার শাসকগোষ্ঠি বৃহত্তর জনগোষ্ঠির যে আশা-আকাঙ্খা তা সম্পূর্ণ পদদলিত করে আজকে তারা একদলীয় শাসক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতারা ও তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছেন দেখবেন যারা সব সময় মুক্তিযুদ্ধের চেতনা এবং ভাষা আন্দোলনে চেতনা এই কথাগুলো খুব ব্যবহার করে। কিন্তু একবাবের জন্য তারা বলেন না, বলতে পারেন না। যে ভাষা আন্দোলনের মূল চেতনাই ছিল গণতন্ত্রের চেতনা। এবং ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের চেতনাও ছিল গণতন্ত্রের চেতনা।’

নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তার আগে সার্চ কমিটি গঠন করা হয়েছিল। সেই সার্চ কমিটি তাদের মনোনীত লোকদের দ্বারাই গঠিত হয়েছিল। গঠিত নির্বাচন কমিশনের প্রধান যাকে নিযুক্ত করা হয়েছে তিনি আওয়ামী লীগ দলীয় ব্যক্তি।’

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন দেশের মানুষ অগ্রাহ্য করেছে তারা তা গ্রহণ করেনি, বিশ্ববাসীও গ্রহণ করেনি। আগামীতে যদি আবারও চতুরতার সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণা করে সেই একদলীয় নির্বাচন করতে চায় তা দেশের মানুষ ও বিশ্ববাসী গ্রহণ করবে না।’

তিনি আরও বলেন, ‘আগামীতে যে নির্বাচন আসবে, আমরা চাই, যে নামেই হোক তা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে সেই নির্বাচন পরিচালনা করে। তাহলেই তা দেশের মানুষ গ্রহণ করবে।’

এসময় তিনি অভিযোগ করেন, অর্থনৈতিক ধ্বংস করা হয়েছে মিথ্যা কথা বলে। মিথ্যা প্রবৃদ্ধির কথা বলে জনগণ ও বিশ্ববাসীতে বুঝানো হচ্ছে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

আলোচনায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আজকে ভাষা আন্দোলনের চেতনা ভাষার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা সেই ধূলিসাৎ করে দিয়েছে বর্তমান সরকার । এই যে চেতনা ও মূল্যবোধের কথা বলেন যারা কিন্তু কার্যক্রমে দেখা যাচ্ছে দেশে একটি একদলীয় সরকার দেশে শাসন করছে।’

তিনি বলেন, ‘ভাষার চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা ফিয়ে আসতে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সেই শপথ নিতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় বক্তব্যে দেন- বিএনপির স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান, অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর