thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

মুন্সীগঞ্জে সেফটি ট্যাংক বিস্ফোরণে স্কুলছাত্র নিহত

২০১৭ ফেব্রুয়ারি ২০ ২১:১৯:২৫
মুন্সীগঞ্জে সেফটি ট্যাংক বিস্ফোরণে স্কুলছাত্র নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নে নবী রাইসমিলের বয়লারের সেফটিক ট্যাংক বিস্ফোরণে রাব্বি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে ফাড়িং বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতের মামাতো ভাই শামীম আহম্মেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে রাব্বি পড়ার টেবিলে পড়তে বসে। এ সময় বয়লার বিস্ফোরণের ধ্বংসাবিশেষ বাড়ির উপর পড়ে, যার নিচে চাপা পড়ে রাব্বি মারা যায়। এতে আশেপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাব্বি বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে নবী রাইস মিলের বয়লারের গরম তুশ রাখার সেফটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাব্বি নিহত হয় এবং তার বাবা, মা আহত হয়। রাইসমিলের মালিক ইমরান পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে। আর রাব্বির মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর