thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো প্রতিবন্ধী শিক্ষার্থীরা

২০১৭ ফেব্রুয়ারি ২১ ১৭:১৪:০০
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো প্রতিবন্ধী শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রতিবন্ধী শিশুরা কেউ দেখেনি গৌরবের সেই ভাষা আন্দোলন, তারপরও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের আয়োজনে অংশ নিয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্কুলের নিজের তৈরি কলা গাছের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ঠাকুরগাঁও সদর উপজেলা চুনিহারী একতা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা ভাষা শহীদদের স্মরণে একটি বর্ণাঢ্য শোক র‌্যালি বের করে। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল চত্বরে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনাসভা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক তারিকুল ইসলাম, একতা প্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে শিক্ষার্থীদের কাছে ভাষার তাৎপর্য তুলে ধরেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর