thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা নিবেদন

২০১৭ ফেব্রুয়ারি ২১ ১৭:১৫:৫৮
ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা নিবেদন

দ্য রিপোর্ট ডেস্ক : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদেন করেছেন ক্রিকেটাররা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় দল ও প্রথম শ্রেনির ক্রিকেটাররা যে যার অবস্থান থেকে এ শ্রদ্ধা নিবেদন করেছেন। এর মধ্যে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অংশ নেওয়া ক্রিকেটাররা শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ মিনার গিয়ে। আর জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

সকালে টেস্ট দলপতি মুশফিক তার নিজ গ্রামের বাড়ি বগুড়াতে শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন,

“একুশ আমার মুক্ত স্বাধীন

একুশ আমার স্বাধিকার

একুশ আমায় দিয়েছে

কথা বলার অধিকার।

ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।”

এদিকে বিসিএলের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন খেলা শুরুর আগে বিকেএসপির শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ক্রিকেটার ও কর্মকর্তারা। এছাড়া ম্যাচের আগে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছেন তারা।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে বিভিন্ন পোস্ট দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এদের মধ্যে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার ওয়ালে পোস্ট করা এক স্ট্যাটাসে লিখেছেন,

“২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।”

বাংলাদেশ দলের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান তার পোস্টে লিখেছেন, “ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।”

আর পাকিস্তান সুপার লিগ (পিসিএল) খেলতে দুবাইতে অবস্থান করা জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি! Pay homage to all the language martyrs on International Mother Language Day “

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর