thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৪ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

একুশে ফেব্রুয়ারিতে উৎসবের আমেজ

২০১৭ ফেব্রুয়ারি ২১ ১৮:৪১:৩৯
একুশে ফেব্রুয়ারিতে উৎসবের আমেজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় উপচেপড়া ভিড়। মেলার প্রবেশদ্বারে দীর্ঘ লাইন। বাহারি রঙে সেজে এসেছেন বইমেলায়। বেশকিছু তরুণীর মাথায় দেখা গেলো ফুলের মালা। কেউ কেউ সেলফি তোলায় ব্যস্ত।

প্রেমিক যুগলদের দেখা গেলো হাত ধরে পাশাপাশি হাঁটছে। সেজেছে উৎসবের রঙে। তাদের দেখলে মনে হবে আজ বসন্ত উৎসব কিংবা ভালোবাসা দিবস। মহান একুশে ফেব্রুয়ারি দিন জুড়ে বইমেলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা গেলো এমন চিত্র।

বইমেলায় অন্য প্রকাশের সামনে পাওয়া গেলো দুই তরুণীকে। পড়েছেন বাসন্তী রঙের শাড়ি, মাথায় পড়েছেন ফুলের মালা। কথা বলে জানা গেলো তারা দুজন আপন বোন। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যজন হলিক্রস কলেজে পড়েন। সাংবাদিক পরিচয় দিয়ে তাদের কাছে আজ কি দিবস জানতে চাইলে, বড় বোন উর্মিলা বলেন, ‘একুশে ফেব্রুয়ারি।’

কিন্তু একুশে ফেব্রুয়ারি সম্পর্কে খুব বেশি জানেন না স্বীকার করে নিয়ে উর্মিলা বলেন, ‘ছোট বোন অনেকদিন ধরেই বলছিল বইমেলায় যাবে। তাকে নিয়ে মেলায় এসেছি। টিএসসিতে এসে ফুলের মালা পেয়ে দুজন কিনে মাথায় পড়েছি। রাস্তায় এতো মানুষ দেখে দিনটিতে উৎসবের আমেজ পাওয়া যাচ্ছে।’

শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত, পলাশী মোড় জুড়ে যেন উৎসবে রঙিন। নাট্যশিল্পী মাহফুজ সুমন বলেন, ‘একুশের মানেই তো বুঝে না এ প্রজন্ম। সবাই দিনটিতে ছুটি পেয়ে উৎসবের আমেজে কাটাচ্ছেন। এই ‍দৃশ্যটা রীতিমতো অশ্লীল। আমাদের বোধ নিয়ে আমি লজ্জিত।’

১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হলেও এবারের ২১শে ফেব্রুয়ারির চিত্র দেখলে মনে হতেই পারে বিশেষ কোন উৎসবের দিন আজ। উৎসবের ঢংয়ে যেন গাইছেন- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…’।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর