thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

নীলফামারীতে বালুবাহী ট্রলিচাপায় মা-মেয়ে নিহত

২০১৭ ফেব্রুয়ারি ২১ ২১:০৩:৫৫
নীলফামারীতে বালুবাহী ট্রলিচাপায় মা-মেয়ে নিহত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বালুবাহী ট্রলিচাপায় মা ও শিশুকন্যা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের কেল্লাবাড়ী নামকস্থানে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের হাসান উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪০) ও তার মেয়ে আশেকা খাতুন (২)।

স্থানীয়রা জানান, তারাগঞ্জ বাজার থেকে রাশেদা বেগম ও তার শিশু কন্যাকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে মা ও মেয়ে অটোরিকশা থেকে ছিটকে পড়ে। এ সময় ঐ ট্রলির নিচে চাপা পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মা ও শিশু কন্যার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্ত্রী ও শিশু কন্যাকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন হাসান উদ্দিন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

(দ্য ‍রিপোর্ট/এমএইচএ/এপি/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর